ডুমুরিয়ায় অন্ত্যজ ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সমাধিকারের বিষয়ক এক মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভূমিজ ফাউন্ডেশনের কর্মকর্তা ও অন্ত্যজ প্রতিনিধিদের যৌথ উদ্যোগে বুধবার সকালে উপজেলার সমাজ-সেবা অধিদপ্তরে দলিত নেতা মিলন দাসের সভাপতিত্বে ওই সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন-উপজেলা সমাজ সেবা অফিসার এস এম রফিকুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন-ভূমিজ কর্মকর্তা মোঃ মশিউর রহমান, বাসুদেব দাস, সমাজসেবা অধিদপ্তর সহকারী কর্মকর্তা মোতাহার হোসেন, চতুরানন কুমার রায়, আল্পনা রানী সাহা, উজ্জ্বলা রানী, অন্ত্যজ নেত্রী লক্ষী রানী দাস, ভূমিজের রতন দাস ও স্বরস্বতী গাইন প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)