ডুমুরিয়ায় নারীর শিক্ষার অগ্রগতি ও মর্যাদা গড়ি সমতা’র ওপর অন্ত্যজ আঞ্চলিক দলনেতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং ভূমিজ ফাউন্ডেশনের উদ্যোগে রোববার সকালে উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অন্ত্যজ নেত্রী জাহানারা বেগমের সভাপতিত্বে ওই আলোচনা সভা শুরু হয়। এ সময় বক্তব্যদেন, ভূমিজের প্রজেক্ট ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহ হেল হাদী, মোঃ মসিউর রহমান, রতন কুমার দাস, স্বরসতি গাইন, অঞ্জনা রানী মন্ডল, বিনয় দাস, সন্ধ্যা সরদার ও স্বপ্না দাস প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)