উপজেলার চুকনগর বাজারস্থ হালিমা ক্লিনিক কর্তৃপক্ষের ভূল চিকিৎসায় শ্যামলী দাসীর অকাল মৃতুতে দায়ী চিকিৎসক সহ জড়িত সকল ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শান্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা অন্ত্যজ পরিষদ ও ভূমিজ ফাউন্ডেশন তালা, সাতক্ষীরার নেত্রীবৃন্দ। লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দ ক্লিনিকের মালিক কথিত ভূয়া ডাক্তার কামাল হোসেন সহ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান। তারা আরো বলেন গত বছর বুলু রাণী দাস নামে আরো একজন অন্ত্যজ জনগোষ্ঠির সদস্যকে ভূল চিকিৎসায় জীবন দিতে হয়েছে ঐ ক্লিনিক থেকে। এ সমস্ত অবৈধ ক্লিনিক গুলোতে দলিত শ্রেনীর লোকদের এক শ্রেণীর দালাল কম খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে ভর্তি করে। পরে তাদের অপ চিকিৎসায় মৃত্যু হয়। সকল ঘটনার সুষ্ঠ তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীও জানান নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ হেল হাদী, কর্মসুচী সংগঠক শেখ মশিউর রহমান, মাঠ সংগঠক রতন দাস, শ্যামল দেবনাথ, পারভীনা খাতুন, উপজেলা অন্ত্যজ পরিষদের পক্ষে উপদেষ্টা সদস্য শিক্ষাবিদ গোপাল কৃষ্ণ সরকার, সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, আলহাজ্ব শেখ ফেজরুর রহমান, গোপাল চন্দ্র দে, মিলন কান্তি দাস, রিতা রাণী চৌধুরী, গৌবিন্দ দাস, লক্ষী রাণী দাস প্রমুখ।
আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(5)