খুলনা জেলা পুলিশ অভিযান চালিয়ে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের বারের পুকুর এলাকায় এক সাংস্কৃতি অনুষ্ঠান থেকে জুয়া খেলার সরঞ্জমসহ ৯ জুয়াড়ী’কে আটক করেছে। পরে তাদের’কে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে আর্থিক জরিমানা করেন।
আদালত ও পুলিশ সুত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পরেই উপজেলার রুদাঘরা ইউনিয়নের বারের পুকুর খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের পাশাপাশি আয়োজক কমিটি একটু অদুরেই বিশাল জুয়ার (ফড়) আসর বসান। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে ওই আসর থেকে খেলার বিভিন্ন সরঞ্জমসহ ৯ জুয়াড়ী’কে আটক করেন এবং অন্যরা পালিয়ে যায়। এরা হল ছয়বাড়িয়া গ্রামের মৃত সামছুর গাজী’র ছেলে রফিকুল গাজী (৩৫), রুদাঘরার মহাতাপ ফকিরের ছেলে আহাদ আলী ফকির (২৫), সৈয়দ আলীর ছেলে শাহজান শেখ (৫৫) ও আঃ মজিদ সরদারের ছেলে মোজাফফার (৩০), কোমলপুর গ্রামের সাজ্জাত শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (৪০) ও মৃত আঃ আজিজের ছেলে আঃ রাজ্জাক (৫০), বাগেরহাট জেলার মকবুল হাওলাদারের ছেলে আলমগীর হোসেন (৫০), কোমরাইল গ্রামের ইমান আলীর ছেলে আফছার সরদার (৪৪) ও চহেড়া গ্রামের আবু বক্কার খানের ছেলে গফফার খান (৩৫)। খুলনা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ ফরহাদ হোসেন খান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের জন্য স্থানীয় পুলিশ ক্যাম্পে প্রেরণ করা হয়েছে। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল হাসান অভিযুক্তদের বিরুদ্ধে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে তাদের প্রত্যেকের নিকট থেকে দুই হাজার করে মোট আঠার হাজার টাকা জরিমানা আদায় করেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(9)