ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে লেলিন ফকির নামে এক মাদক সেবি যুবকের ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলার কোমলপুর গ্রামে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কোমলপুর গ্রামের মজনু ফকিরের ছেলে লেলিন ফকির(২৩) একজন নিয়মিত মাদক সেবি।বিষয়টি ভ্রাম্যমান আদালত অবগত হয়ে আজ বিকেলে অভিযান পরিচালনা কালে লেনিন আদালতের কাছে তার অপরাধ স্বীকার করলে আদালত তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
আদালতের সহযোগিতা করেন বেঞ্চ সহকারি মোঃ নাসির উদ্দীন সানা, থানা পুলিশের সদস্যবৃন্দ।
(70)