ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার আঠারোমাইল গরুর হাটে মাংস বিক্রির উদ্দ্যেশে অসুস্থ গরু জবাই করার অপরাধে বিল্লাল হোসেন নামে এক গরু ব্যবসায়ীকে ৫০০/- টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ উপজেলা আঠারো মাইল হাটে জনৈক গরু ব্যবসায়ী বিল্লাল হোসেনের একটি গরু অসুস্হ হয়ে পড়লে গরুটি জবাই করে মাংশ বিক্রির পায়তারা করছিলো। খবর পেয়ে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরে কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্হলে উপস্হিত হয়ে অভিযোগের সত্যতা পান।
এ সময় ভ্রাম্যমান আদালত অভিযুক্তকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৫ ধারা লংঘনে ৫০০/- টাকা জরিমানা ধার্য্য করেন। মামলাটির প্রসিকিউট করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: মাহমুদা সুলতানা। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
(3)