জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার ডুমুরিয়া ও শোলগাতিয়া বাজারে ওষুধ, খাবার হোটেল, রেস্টুরেন্টসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক সৈয়দ রবিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সকালে ডুমুরিয়া সদরে উপেন্দ্র মেডিকেল হলে ১০ হাজার টাকা, রুপালী মেডিকেল হলে ১০ হাজার টাকা, নিউ তৃষ্ণা মিষ্টান্ন ভান্ডারে ৪ হাজার টাকা ও রনজিদ জোয়াদ্দেরের খাবারের হোটেলে ৮ হাজার টাকা এবং শোলগাতিয়া বাজারের নিউ জয়মাকালী হোটেল ৫ হাজার টাকা, নিত্যানন্দ মন্ডলের হোটেলে ৫ হাজার টাকা, দিলীপের হোটেল ৫ হাজার ও পরিমলের হোটেলে ৩ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মামুনুল হাসান ও শাহিনুল ইসলামসহ র্যাব-৬ এর ডিএডি আকবর হোসেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)