ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে দুই মাদক সেবী ও তিন পাখি শিকারীকে পৃথক ভাবে জরিমানা প্রদান করা হয়েছে। এদের মধ্যে অবৈধ ভাবে মদ পান করার অপরাধে উপজেলার থুহড়া গ্রামের মৃত সামাদ শেখের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও মৃত আবু তাহের বিশ্বাসের ছেলে সান্টু বিশ্বাসকে (৩০) দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। এর মধ্যে সেন্টু বিশ্বাস স্থানীয় মোহনা যুব সমিতির সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। এরপর অবৈধ ভাবে পাখি শিকারের অপরাধে উপজেলার মাগুরখালী গ্রামের তিন যুবক সুনীল সানার ছেলে প্রিন্স সানা (২২), পরিতোষ রায়ের ছেলে টিটব রায় (২৫) ও নিরাপদ রায়ের ছেলে স্বরজিৎ রায় (২৩) প্রত্যেককে এক হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামছু-দ্দৌজা ওই অভিযান পরিচালনা করেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)