ডুমুরিয়ায় ভ্র্যামমান আদালতের অভিযানে খুলনা সাতক্ষীরা মাহসড়কের পাশে অবৈধ ভাবে দখল করে ব্যবসা পরিচালনা ও জন সাধারনের চলাচল বিঘ্ন ঘটানোর অপরাধে গতকাল মঙ্গলবার দুপুরে ৮ জন ব্যবসায়ীকে ৫ হাজার এক শত টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত মেহনাজ এ অভিযানে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ ডুমুরিয়া বাজার সংলগ্ন খুলনা সাতক্ষীরা মহা সড়কে দু’ পাশে ফুটপাত দখল করে অবৈধভাবে এক শ্রেনীর ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে জন সাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি করে আসছেন।
বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে ভ্র্যামমান আদালতের মাধ্যমে বালি ব্যবসায়ী হুমাউন গাজীকে ২শত, সাইকেল গ্যারেজ মালিক অজিত দাস ২শত, কাঠ ব্যবসায়ী বিল্লাল শেখ মনিরুজ্জামান , জিন্নাত খান, ইসাক গাজী প্রত্যেককে ১ হাজার করে ও হারুনার রশিদকে ৫ শ, ঝর্না বেগম ২ শত টাকা জরিমানা ধার্য্য করে আদায় করেন। এবং আগামী ১ সপ্তাহের মধ্যে রাস্তার পাশে অবৈধভাবে রাখা মালামাল অপসারন এবং স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, থানা পুলিশের এসআই শাহিন হোসেন প্রমুখ।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(30)