ডুুুমুরিয়াা; খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৯ডিসেম্বর) দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও গাজী আব্দুল হালিম,যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ারদার।
আরো বক্তব্য উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ডা. সঞ্জিব দাশ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,থানা অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন, গাজী হুমায়ুন কবির বুলু, প্রতাপ রায়, হিমাংশু বিশ্বাস, শেখ দিদারুল হোসেন দিদার, রবিউল ইসলাম, খান সাকুর উদ্দীন ও মোল্যা রেজোয়ান,আওয়ামী লীগ নেতা এবিএম শফিকুল ইসলাম, মোল্যা সোহেল রানা ও আছফর হোসেন জোয়ারদার, অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল, শেখ আমজাদ হোসেন প্রমূখ। সভায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্হ্যবিধি প্রতি পালন সাপেক্ষে সীমিত আকারে কর্মসূচী পালন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
(0)