ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠায় অবশেষে নিয়োগ পরীক্ষা স্থাগিত ঘোষনা করা হয়েছে। কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কলেজ অধ্যক্ষকে মঙ্গলবার অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থাগিতের নির্দেশ দেন।
কলেজ সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভূগোল, পদার্থ বিদ্যা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন এবং বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগের মঙ্গলবার নিয়োগ প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাতকারের দিন ধার্য্য ছিল। কিন্তু কলেজ অধ্যক্ষসহ গভর্নিং বডির কতিপয় সদস্যের বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহনের মাধ্যমে প্রার্থী নিয়োগের পায়তারার অভিযোগ ওঠে। এনিয়ে স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠায় কলেজ গভার্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলামকে নিয়োগ পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)