ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত চার আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। সোমবার(৮ফেব্রুয়ারী) গ্রেপ্তারকৃত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে রবিবার দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকা থেকে মাদকসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী থানার কোমলপুর গ্রামের হেলাল শেখ, চুকনগর এলাকার আজিজুর রহমান, রামকৃষ্ণপুর গ্রামের বিশ্বজিৎ গাইন ও একই এলাকার নিখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করে।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।
(3)