ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার(৪মার্চ) কমিটির ২৭টি পদের বিপরীতে দু’টি প্যানেলে ৫৬টি মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। আগামী ২৭ মার্চ এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গত ১মার্চ থেকে মনোনয়ন পত্র বিতরণ করা হয়। বৃস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে সভাপতি, সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে যথাক্রমে আব্দুর রাজ্জাক-অনুদ্যুতি মন্ডল- গৌতম বিশ্বাস পরিষদের পক্ষে ২৭টি পদে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
এর আগে গত বুধবার বীরেশ্বর বৈরাগী -শরিফুল ইসলাম-গৌতম মন্ডল পরিষদ ২৭ টি পদে মনোনয়ন পত্র জমা দেন। আগামী ৬ মার্চ মনোনয়ন পত্র বাছাই, ৯ মার্চ প্রত্যাহার এবং আগামী ২৭ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
শাহাপুর, চুকনগর, সাহস ও ডুমুরিয়া সদরে ৪ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সমিতির ৮৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনার দায়ীত্ব পালন করছেন প্রধান হিসেবে প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডল, মোঃ সাজ্জাত আলী মোড়ল, শরিফুল ইসলাম, হারুন অর রশিদ ও এস,এম সিরাজুল ইসলাম।
(6)