বহু অপকর্মের হোতা ডুমুরিয়ার সাহস এলাকার ত্রাস শেখ আব্দুল কুদ্দুসসহ তার ৫ সহযোগিদের বিরুদ্ধে একটি মানবপাচার মামলায় জামিন না মুঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার জেলা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আসামীদের বিরুদ্ধে নিম্ন আদালতে মানবপাচার মামলায় সিআইডি কর্তৃক ৫দিনের রিমান্ড আবেদন থাকায় বিজ্ঞ আদালত এ জামিন আবেদন নামুঞ্জুর করেন।
আদালত ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের ত্রাস বহু অপকর্মের হোতা শেখ আব্দুল কুদ্দুস বাহীনির হস্তোক্ষেপে গত বছর ২৩ অক্টোবর গভীর রাতে নোয়াকাটি বাজারস্থ ভুমিহীন নেছার আলী গাজীর বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন (২৪ তারিখ) নেছার আলী বাদি হয়ে কুদ্দুসসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০/১২জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সকল আসামীরা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তিপায়। পুলিশ তদন্ত সাপেক্ষে ওই মামলায় সকল আসামীদের দোষি সাব্যস্থ করে গত ৩০/১১/২০১৪ তারিখে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে একটি চার্জশীট দাখিল করেন। এরপর মূল মামলা জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়। যার মামলা নম্বর ৮০। ওই মামলায় সকল আসামীর বিরুদ্ধে চার্জ গঠনের পরে স্বাক্ষীতলব করা হয়। এ ঘটনার পর আসামীরা স্বাক্ষীদেরকে বিভিন্নসময়ে জীবননাশসহ নানাবিধ হুমকি অব্যহত রাখে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে নেছার আলী। একপর্যায়ে গত ১৭ নভেম্বর তারিখে মামলার স্বাক্ষীদের শোনানীর দিন ধার্য হয়। ওইদিন স্বাক্ষীগনের আদালতে উপস্থিতি না থাকায় শেখ আঃ কুদ্দুসসহ আলমগীর গাজী, নূরো মোড়ল, হায়দার শেখ, জাহিদুল শেখ ও নূরো গাজীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত। পরবর্তিতে ২৩ তারিখে পুনরায় স্বাক্ষীদের শোনানীর জন্য দিনধার্য থাকে। ওইদিনে স্বাক্ষীদের উপস্থিতি না থাকায় সকল আসামীগণ জামিন পেলেও সিআইডি পুলিশ কর্তৃক আর একটি মানব পাচার মামলায় আসামীদেরকে শোন এ্যারেস্ট দেখানো হয়। গতকাল রবিবার শোনানীর দিনে সিআইডি পুলিশ কর্তৃক ৫দিনের রিমান্ড আবেদন থাকায় আসামীদেরকে জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত। তবে নূরো গাজীর বিরুদ্ধে মানবপাচার মামলায় অভিযোগ না থাকায় তার জামিন মুঞ্জুর বহল করা হয়। প্রসঙ্গত, বহু অপকর্মের হোতা ডুমুরিয়ার সাহস এলাকার ত্রাস শেখ আব্দুল কুদ্দুসসহ তার সহযোগিদের বিরুদ্ধে এলাকায় নানাবিধ অভিযোগ রয়েছে। এরা সংঘবদ্ধ হয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছেন। এছাড়া কুদ্দুসের বিরুদ্ধে গেল বছর ১৪ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা আছে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)