সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা রমেন্দ্রনাথ চ্যাঠার্জী (৬৬) প্রায় ১৫ বছর যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। দেশে ও বিদেশে তাঁর চিকিৎসা করেও তেমন কোন উন্নতি দেখা যায়নি।
বুধবার রাত ১টা ১০মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী-১পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন। তিনি ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে উপজেলা মহান স্বাধীনতা স্মৃতিসৌধ চত্ত্বরে তাঁকে শেষ শ্রদ্ধা ও রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা জ্ঞাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত মেহনাজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সরদার মাহাবুবুর রহমান, ডেপুটি কমান্ডার আতিয়ার রহমান মেড়ল, উপজেলা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ডেপুটি কমান্ডার চন্দ্রকান্ত তরফদার, ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুরুল আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদারসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এতে অংশ গ্রহন করে। পরে কালীবাড়ি মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(77)