ডুমুরিয়ায় এক তাসের আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বানিয়খালী বাজার এলাকায় এ অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা। আদালত সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বানিয়াখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করা হয়। এরা হলো কালিকাপুর গ্রামের আলমগীর খান(২৫), হুমায়ুন কবির(২৭), বাপ্পী দাস(২৮), সোহেল শেখ(২৫) ও বৃত্তিভুলবাড়িয়া গ্রামের ওবায়দুল্লাহ খান। পরে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারার অপরাধে প্রত্যেককে ২’শত টাকা হারে নগদ জরিমানা ধার্য করে মোট ১ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের এসআই মহসীন হোসেন ও এসআই ইন্দ্রজিৎ মল্লিক।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(9)