ডুমুরিয়া প্রতিনিধি: প্রকাশ্যে দিবালোকে দোকানের সার্টারের তালা ভেঙ্গে বিকাশ এজেন্টের নগত আড়াই লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন চুরি করেছে অজ্ঞাত নামা চোরেরা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে। এ ঘটনায় বিকাশ এজেন্ট দোকান মালিক রবীন পাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরের বাস স্ট্যান্ডের পাশে কার্তিক পাল টী স্টলে আবস্হিত বিকাশ, রকেট ও নগত ব্যাংকিং এজেন্ট রবীন পাল প্রতিদিনের ন্যায় আজ দুপুর ১:১০ মিনিটের সময় দোকানের শার্টারে তালা লাগিয়ে দুপুরের খাবার খেতে বাড়িতে যান। এ সময় অজ্ঞাত নামা চোরেরে দোকানের শার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টেবিলের ড্রয়ারে রাখা ২ লাখ ৫৫ হাজার নগত টাকা এবং ব্যাংকিং লেনদেনের কাজে ব্যবহ্রত ৩টি বাটন মোবাইল ফোন সেট যার আনুমানিক মূল্য ৪ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। দুপুর পৌনে ২ টার দিকে রবিন পাল দোকানে এসে দেখে দোকানের শার্টারের তালা এবং ভিতরের ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা ও মোবাইল ফোন সেট চুরি করে পালিয়েছে অজ্ঞাত চোরেরা।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া(বিপিএম) বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজীন আইনগত ব্যবস্হা নেয়া হবে।
(3)