ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার(১৬ডিসেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক,পেশাজীবি সংগঠনের উদ্যেগে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্যে মর্যাদায় পালন করে।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রত্যুষে ৩১বার তোপধ্বির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।এরপর চুকনগর বধ্যভূমি এবং ডুমুরিয়া স্বাধীনতা চত্বর স্মৃতিসৌদে পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি জুম কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্যদেন।
এছাড়া জুম কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ অংশ গ্রহন করেন। আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও গাজী আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, থানা অফিসার ইসচার্জ আমিনুন ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম(তদন্ত)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্হিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা ও চিত্রান্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুুরস্ককার বিত রণ করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা , মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া থানা প্রশাসন, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্যান রাজনৈতিক দল, উদীচী শিল্পী গোষ্ঠী, ডুমুরিয়া ব্লাড ডোনার্স ক্লাব,নিরাপদ সড়ক চাই(নিসচা), ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সংগঠন, ডুমুরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে স্মৃতি সৌদে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভার আয়োজন করে।
মহান বিজয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছা সেবি সংগঠন ‘সারা’ ডুমুরিয়া কলেজ মাঠে আয়োজন করেছে সবার জন্যে উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগীতা।
(17)