যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডঃ বীরেন্দ্রনাথ শিকদারকে (এমপি) ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। বুধবার দুপুরে তিনি খুলনার পাইকগাছায় একটি অনুষ্টানে যাওয়ার পথিমধ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক (এমপি), জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মাহাবুব-উজ-জামান, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু-দ্দৌজা, ভাইস চেয়ারম্যান, শিরিনা দৌলত সহকারী পরিচালক হেমায়েত উদ্দিন, উপজেলা সহকারী কমিশানর (ভূমি) মোঃ রফিকুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(8)