ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে অনুষ্ঠিত দিনব্যাপি সংলাপে সভাপতিত্ব করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। তিনি কর্মসূচী সম্পর্কে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন।
সংলাপ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সামছুজ্জামান, প্রধান শিক্ষক এস,কে সিরাজুল ইসলাম।
কর্মশালায় আরো বক্তব্যদেন কর্মসূচীর জেলা যুব সমন্বয়কারী শিখা রানী, জেলা ইয়ুথ সম্বনয়কারী মুন্না বিশ্বাস ও ফয়সাল আহম্মেদ,
এনজিও প্রতিনিধি পাখি দত্ত, সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল ও সুজিত মল্লিক, কর্মশালায় যুবক ও যুবতির বয়োসন্ধি কালিন সময়ে যৌন ও প্রজনন স্বাস্হ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
(6)