চুকনগর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসেরের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রিজিয়া নাসেরের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মাগরিববাদ চুকনগরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন।
ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক সম ইকবল হোসেন সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শেখ ইসহাক আলী, বিশ্বাস নজরুল ইসলাম, ইউনুস আলী সরদার, বিশ্বজিৎ মজুমদার, আবু সাইদ, রফিকুল ইসলাম, সরদার মাসুদ রানা, আলমগীর হোসেন খা, কে এম মফিজুল ইসলাম মফিজ, বিপ্লব ঘোষ, শাকিব শাহারিয়ার, রিপন, সম আব্দুল্লাহ, বিএম ইয়াসিন, লিটন, রবিউল ইসলাম, ইকরাম, রফিকুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি গাজী আব্দুল হামিদ।
(1)