খুলনার ডুমুরিয়া কলেজ শিক্ষক মঞ্জুরুল হক মুকুল কর্তৃক এক ছাত্রীকে মোবাইল ফোনে যৌন হয়রানীর ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কেন্দ্রীয় কালীবাড়ি মঠ প্রাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পূজা পরিষদের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ।
সভায় বক্তব্য দেন পরিষদ নেতা গোপাল চন্দ্র দে, প্রভাষক গোবিন্দ ঘোষ, প্রভাষ বর্ধন, অভিজিৎ কুন্ডু টুটুল, সৌমিত্র রায় পল্টু, বিকাশ মন্ডল, সুরঞ্জন ঘোষ, শিশির মন্ডল, অরিন্দম মল্লিক, বিভূতিভূষণ বিশ্বাস, বিশ্বনাথ দে, প্রভাষক গৌরপদ ঢালী প্রমুখ।
সভায় অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে আগামী শনিবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(27)