অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যদেন শিক্ষাবিদ গোপার কৃষ্ণ সরকার। বিশেষ অতিথির বক্তব্যদেন আমেরিকার ডিরেক্টর অব স্পিক আপ মি. ট্রয় এন্ডারসন। প্রধান অতিথি তার বক্তবে দলিত সমাজের মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন তাদের সামাজিক উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে সর্বাগ্রে মেয়েদের এগিয়ে আশার আহবান জানান।
দলিত জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন প্রকল্প পরিচালন মিসেস রেখা মারীয়া বৈরাগী, সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, লিগ্যাল এ্যাডভাইজার অপর্না রায়, শিক্ষা সমন্বয়কারী মুক্তি দাস, প্রোগ্রাম অফিসার শিবু পদ দাস, সুপারভাইজার মো: মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দেড় শতাধিক দলিত ছাত্রীকে শিক্ষা উপকরণ টিউশন ফিস প্রদান করা হয়। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(6)