ডুমুরিয়ায় শ্রেনীকক্ষে প্রবেশ করে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এক ছাত্র’কে বেদম ভাবে মারপিট করেছে এক দানব। গুরুতর আহত ওই ছাত্র ডুমুরিয়া হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে উপজেলার হাজিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
হাসপাতাল ও অভিভাবক সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার হাজিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর দুই ছাত্র রিপন রাহা (১২) ও তপু গাজী (১২) তুচ্ছ ঘটনায় মারামারি করে। পরে তপু বাড়িতে গিয়ে তার পিতা খলিলুর রহমান গাজী’কে ঘটনাটি জানায়। এ সময় খলিল উত্তেজিত হয়ে শ্রেনীকক্ষে গিয়ে রিপন’কে ধরে বেধড়ক মারপিট শুরু করে। পরে বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যান্যরা শিশুটিকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ছেলের বিছানায় বসে আহত রিপনের মা স্বপ্না রাহা কাঁদতে কাঁদতে জানান, জন্মের পর থেকে ছেলেটি আমার রোগগ্রস্থ ছিল। তারপর বাচ্ছাদের মারামারি নিয়ে যে ভাবে পিটিয়েছে তা কোন মা সহ্য করতে পারে না। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্লাসে সহকারী শিক্ষিকা পারভীন পাঠদান করছিলেন। হঠাৎ লোকটি দানবের মত হামলা করে শিশুটিকে খুব মেরেছে। উনি যে কাজ করেছে এটা অত্যান্ত অমানবিক এবং দুঃখজনক। ডুমুরিয়া হাসপাতালের আবাসিক ডাক্তার ইউনুচ আলী জানান, শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে। দু’এক দিন না গেলে কিছু বলা যাচ্ছে না।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(2)