ডুমুরিয়া প্রতিনিধি: সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের জি-২পি পদ্ধতিতে ভাতার অর্থ নির্বিঘ্নে উত্তোলনের বিষয়ে নগত এজেন্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা সমাজ সেবা দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমাম। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নগদ লিঃ এর টেরিটরী ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।
আরো উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপ-সহকারি প্রকৌশলী(ত্রাণ শাখা) মোঃ রাসেল আহম্মেদ, নগদ লি: এর সেবা পয়েন্ট ইনজার্জ মো: মাজেদুল ইসলাম প্রমূখ।
সভায় সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্ন সুবিধা ভোগীদের মধ্যে ২১কোটি, ৮৫ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিতরণ করার সরকারি সিদ্ধান্ত রয়েছে।
(0)