ডুমুরিয়ার প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা ব্যপক সাফল্য দেখিয়েছে। প্রাথমিক সমাপনীতে গড় পাশের হার ৯৯.৯০ ভাগ ও এবতেদায়ী পরীক্ষায় ৭৪.৫৭ ভাগ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ৩৩১ জন।
জানা যায়, ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ডুমুরিয়া থেকে মোট ৪ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ঘোষিত ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ছাত্র ১৭৪ জন এবং ছাত্রী ১৪৬জন।
অপরদিকে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬০৯ জন শিক্ষার্থী অংশ নেয়। ৪৫৪ জন পাশ করেছে। এর মধ্যে ১ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। অন্যরাও মোটামুটি ভাল ফলাফল করেছে।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)