বেআইনীভাবে কেটে নেয়া ৭টি কড়ই গাছ বুধবার দুপুরে উপজেলা সদরে নিয়ে এসেছে।
স্থানীয়দের সাথে আলঅপকালে জানা যায়, জামাত বিএনপি থেকে সদ্য আওয়ামীলীগে যোগদানকারী একটি চক্র বেআইনীভাবে সরকারী রাস্তার গাছ কেটে সাবাড় করতে থাকলে এলাকাবাসী উপজেলা বনকর্মকর্তাকে খবর দেন। বনকর্মকর্তা শেখ মো: আনিসুর রহমান সংবাদ পেয়ে ওই এলাকায় গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন। এতে গাছ লুটকারী চক্র বনকর্মকর্তাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। বনকর্মকর্তা কর্তনকৃত গাছ জব্দ করে। এ সময় চেচুড়ি ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
্এ প্রসঙ্গে উপজেলা বনকর্মকর্তা শেখ মো: আনিসুর রহমান বলেন, বনবিভাগ কপালিয়া পালবাড়ি রাস্তায় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছে। সেই গাছ কাটেঙ্গা গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি কেটে নিয়ে যাচ্ছিল। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা । গাছ যারা কেটেছে তারা আওয়ামীলীগের রাজনীতির যুক্ত। তারা আমাকে আইনগত ব্যবস্থা না নিতে হুমকি ধমকি দিচ্ছে। বিষয়টি উর্ব্ধতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। এ ঘটনায় গতকাল জেলা বনকর্মর্তা শহিদুল ইসলাম ঘটনা স্থান পরিদর্শন ও গাছ কাটা নিশ্চিত করেছেন।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(11)