ডুমুরিয়ায় ঢাকাস্থ নরওয়ে দূতাবাসে ডেপুটি হেড অব মিশন হেনরিক ইউথড এর সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বিভিন্ন সমস্যা, সম্ভবনা ও করনীয় সম্পর্কে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে গোলনাস্থ ধ্রুব স্কুল বাড়িতে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফারুক হাসান, ধ্রুব সংস্থার পরিচালক মিসেস রেখা মারিয়া বৈরাগী ও শিক্ষা সমন্বয়কারী মুক্তি দাস।
সাংবাদিকদের মধ্যে আঃ লতিফ মোড়ল, জাহিদুর রহমান বিপ্লব, অরুন দেবনাথ, মাহাবুব রহমান, শেখ সিরাজুল ইসলাম, সাব্বির খান ডালিম, সুব্রত ফৌজদার, জি এম ফিরোজ, সেলিম আবেদ, আঃ মজিদ, শেখ আঃ সালাম, প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)