বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ওমেন এন্ড গার্লস লিড গ্লোবাল এর আমাদের স্কুল প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুইফ্ট’র সভাপতি স্বপন কুমার গুহ।
অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, থানা অফিসার ইনচার্জ এম মসিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, শিক্ষক নেতা এম এম মাসুদ মাহমুদ, সুইফ্ট’র সহ-সভাপতি শামীমা সুলতানা শীলু।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সালমা পারভীন, ফাওজিয়া বিলকিস, মাসুদ রানা, রুদ্র মিস্ত্রি, অসীম মন্ডল, প্রধান শিক্ষক আইউব হুসাইন সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মন্ডল কে বেষ্ট টিচার, স্কুলের ছাত্রী নুসরাত জাহান ঐশি’র পিতা মোশাররফ হোসেন গাজী কে বেষ্ট প্যারেন্ট’স ও ডুমুরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কমিটিকে বেষ্ট কমিটি হিসেবে পুরস্কৃত করা সহ উপজেলার ১০টি বেষ্ট বিদ্যালয়কে ট্রফি প্রদান করা হয়।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(5)