ডুমুরিয়ার রুদাঘরায় স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও জনগনের অংশগ্রহন নিশ্চিত করনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৯নং ওয়ার্ডে এক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্বের করেন ইউপি সদস্য নুরুল ইসলাম। বক্তব্য দেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইউনিয়ন কো-অর্ডিনেটর সঞ্চিতা বিশ্বাস, মহিলা ইউপি সদস্য শিরিনা বেগম, পরিষদের সচিব তুলসী দাস মন্ডল। উল্লেখ্য ১৪ ডিসেম্বর হতে পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের জনগনকে সক্রিয়ভাবে অংশ গ্রহনের কার্যকর ভুমিকা রাখার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
ডুমুরিয়ার ভান্ডারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ৩নং ওয়ার্ডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মহিউদ্দীন আহমেদ। বক্তব্য দেন ইউপি সদস্য হাজেরা বেগম, সচিব অনিষ বিশ্বাস, শেখ শাহিনুর রহমান, এস কে হাসান আলী, শশাংক বিশ্বাস, প্রজেক্টর ইউসি সদস্য বেবি মন্ডল প্রমুখ। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও জনগনের অংশগ্রহন নিশ্চিত করনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)