সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকর্মপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্র। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর।
অনন্যদের মধ্যে বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইউনুস আলী, মোঃ আসাদুজ্জামান, এস এম সোহবাব হোসেন, মঞ্জুরা খাতুন, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী শামিমা ইয়াসমিন। এ সময় ১৪টি ইউনিয়ের কর্মীদের মাঝে বিপি মেশিন, মেকিং টোস, বিলিচিং পাউডার, সিটিজেন চার্ডার, সাইনবোর্ড, গ্লোভস, হ্যাকসোল সহ ৮ প্রকার কিটস বিতরণ করা হয়।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)