ডুমুরিয়া উপজেলা সদর সহ ৩টি ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বৃটিশ কাউন্সিলের পরিচালনায় ও সুশীলনের প্রডিজি প্রকল্পের প্রশিক্ষিত তরুন-তরুনীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। এতে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে উপকৃত হচ্ছে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও তৃণমূলের সাধারন মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার সদর খর্ণিয়া ও শোভনা ইউনিয়নে গত সেপ্টেম্বর মাস থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের ১০৮ জন শিক্ষিত যুবক-যুবতীকে বিটিশ কাউন্সিলের পরিচালনায় ও সুশীলনের প্রডিজি প্রকল্পের আওতায় প্রশিক্ষনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম যথা ওয়ার্ড সভা আয়োজনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক সক্রীয় করণ, স্থায়ী কমিটি সক্রীয় করণ, কর আদায় ও তথ্য অধিকার সম্পর্কে জনসাধারনকে সচেতন করার জন্য উঠান বৈঠাক, জরিপ, লিফলেট বিতরণ, মত বিনিময় সভা সহ পোষ্টারিং এর মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। এদের কার্যক্রমে স্থানীয় জন প্রতিনিধি ও সুশিল সমাজের লোক জন সন্তোষ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে সুশীলনের প্রোগ্রাম অফিসার শরিফ মোহাম্মদ জানান প্রকল্পের শুরুতেই সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ৩৬ জন করে ছাত্র-ছাত্রীকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে। ঐ সকল কর্মীরা স্থানীয় জন প্রতিনিধি ও সাধারন মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ভাবে তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আমরা সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবিন্দকে আমাদের সার্বিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকল্পের কর্মকান্ড সম্পর্কে সন্তোষ প্রকাশ করে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার বলেন, বৃটিশ কাউন্সিল ও সুশীলনের প্রশিক্ষিত কর্মীরা ব্যক্তি ও সমাজ জীবনে গুরুত্ব পূর্ন অবদান রাখতে পারবে বলে আমি আশা বাদী। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(1)