লতিফ মোড়ল, ডুমুরিয়াঃ সারা দেশের ন্যায় সোনালী ব্যাংক লিমিটেডের খুলনার ডুমুরিয়া শাখায় গ্রাহক সেবা মাস মার্চ ২০২১ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে আজ (সোমবার) সকালে জাকারিয়া সুপার মার্কেটস্হ ডুমুরিয়া শাখায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনালী ব্যাংক লিমিটেডের ডুমুরিয়া শাখা ব্যবস্হাপক মোঃ রুহুল্লা আল মানুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, গ্রাহকের আস্থা এবং সেবার মান বৃদ্ধি করাই হলো এ সেবা মাসের লক্ষ্য। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম,পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
আরো উপস্হিত ছিলেন থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ বিভিন্ন দপ্তর ও ব্যাংকের কর্মকর্তা, সাধারণ গ্রাহকবৃন্দ উপস্হিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ দিবসটি উপলক্ষ্যে কেক কাটেন।
(5)