লতিফ মোড়ল, ডুমুরিয়াঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যেমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে ডুমুরিয়ায় স্কুল পর্যায়ে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।
খুলনা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভার্চুয়ালী এ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। রোববার সকাল ৯টায় বরুনা বাজার পিডিসি মাধ্যমিক বিদ্যালয়ে ধামালিয়া ও রঘুনাথপুরন ইউনিয়নের ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পােশাক পরে ক্ষুদে বঙ্গবন্ধু সাজে প্রতিযিাগিতায় অংশ নেয়। এতে চেচুঁড়ি কেবি মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়।
অপরদিকে দুপুর ১২টায় রঘুনাথপুর ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযােগিতায় অংশ নিয়ে শাহপুর মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। প্রতিযাগিতায় উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরােজ আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, সহকারী প্রােগ্রামার (ব্যানবেইস) বিল্লাল হুসাইন, একাডেমিক সুপারভাইজার টিকেদ্রনাথ সানা, শাহপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গাজী আবুল কালাম আজাদসহ অংশগ্রহণকারী বিদ্যালয়র প্রধান শিক্ষকবৃন্দ।
অপর দিকে আগামি কাল সোমবার উপজেলার রানাই প্রাথমিক বিদ্যালয় ক্লাস্টারের গোনালী বামুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১১ টি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে জানা গেছে।
(4)