ডুমুরিয়ায় নবনির্মিত স্বাধীনতা স্মৃতি সৌধ ও গুটুদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে ফিতা কেটে নবনির্মিত স্মৃতি সৌধ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের পর এই প্রথম ডুমুরিয়া উপজেলায় স্মৃতিসৌধ নির্মিত হলো। যা ডুমুরিয়া ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। তিনি আরো বলেন, খুলনা-মংলা আন্তর্জাতিক রেল লাইনসহ বিমানবন্দর নির্মানের মধ্যদিয়ে অবহেলিত খুলনাকে একটি আধূনিক বিভাগে রুপান্তরিত করা হবে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, সহকারী কমিশনার (ভুমি) রফিকুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, ওসি তদন্ত মনজুরুল আলম ও আ’লীগ নেতা অধ্যক্ষ নুরউদ্দিন আল মাসুদ। বক্তব্যদেন প্রকৌশলী আব্দুল খালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সাংবাদিক এমএম জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, গোপাল চন্দ্র দে, শোভা রানী হালদার প্রমুখ। বিকেলে গুটুদিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে স্থানীয় ফুটবল মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মান সরকারের একটি যুগন্তকারি পদক্ষেপ। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দিপংকর বিশ্বাস, পুলিশ সুপার হাবিবুর রহমান বিপিএম, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, ইউএনও মোহাম্মদ সামছু দ্দৌজা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক ও অফিসার ইনচার্জ এম মশিউর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসবমুখর পরিবেশে আয়োজিত সভাশেষে ইউনিয়নের প্রবীন বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে ছাতা-লাঠি ও গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।