প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গোলনা গ্রামস্থ বিকাশ দাস ও তার স্ত্রী পুষ্প দাস (২৮) ইজিবাইক যোগে আঙ্গারদোহা শিব মন্দিরে যাওয়ার পথে টিপনা নামক স্থানে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।
এতে পুষ্প দাস ঘটনাস্থলে নিহত হন ও অপর দুই যাত্রী বিকাশ দাস ও শোভনা গ্রামের তুফান সরদারের স্ত্রী মেহেরুন্নেছা গুরুত্বর আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(12)