জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার খর্ণিয়া বাজারের একটি ঘরে ১০ জন জুয়াড়ী তাস খেলছিল। এরা হল গজেন্দ্রপুর গ্রামের জনাব আলীর ছেলে আজিজুর রহমান (৩৫), ভদ্রদিয়া গ্রামের আবু তালেবের ছেলে নাজিম গাজী (২২), রানাই গ্রামের মৃত করিম সরদারের ছেলে কওছার আলী সরদার (৪৫), কাদের শেখের ছেলে মোঃ শাহিনুর শেখ (৪৮), জবেদ আলী জোয়ার্দ্দারের ছেলে মিন্টু জোয়ার্দ্দার (৩০), মৃত নাজিম মোড়লের ছেলে মোঃ হজরত আলী মোড়ল (৪৫), জামির মোড়লের ছেলে আব্দুল্লাহ মোড়ল (৩০), খর্ণিয়া গ্রামের কিনু মোড়লের ছেলে মোঃ আব্দুল হামিদ মোড়ল (২৯), কৃষ্ণপদ পালের ছেলে দীনবন্ধু পাল (২০) ও কাশিমপুর গ্রামের কালাচাদ সরদারের ছেলে লুৎফর সরদার (৩৫)। থানা পুলিশ অভিযান চালিয়ে এদের’কে আটক করে। পরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামছু-দ্দৌজা এক ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে ১৮৬৭ সালের ৩ ধারা অপরাধ আইনের আওতায় তাদের প্রত্যেক’কে দুই’শ টাকা জরিমানা প্রদান করে মোট দুই হাজার টাকা আদায় করেন। অভিযানে সহযোগিতা করেন ডুমুরিয়া থানার এস আই নাহিদ হোসেন মৃধা।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)