ডুমুরিয়ায় ৪জন জুয়াড়ী’কে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট এ রায় ঘোষনা করেন।
জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কাপালীডাঙ্গা বাজারের মফিজুরের দোকানের পিছনে বসে ৪ জন জুয়াড়ী তাস খেলছিল। এরা হল গজেন্দ্রপুর গ্রামের ওহাব শেখের ছেলে বুলবুল হোসেন (৩২), কাপালিডাঙ্গা গ্রামের শফিউল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২২), একই গ্রামের মৃত বজলুর রহমানে ছেলে আঃ হামিদ শেখ (৩৫) ও আঃ হামিদ শেখের ছেলে মসিউর রহমান (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ তাদের’কে আটক করে। পরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সামছু-দ্দৌজা এক ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে ১৮৬৭ সালের ৩ ধারা অপরাধ আইনের আওতায় তাদের প্রত্যেক’কে দুই’শ টাকা জরিমানা প্রদান করে মোট আটশত টাকা আদায় করেন। অভিযানে সহযোগিতা করেন ডুমুরিয়া থানার এস আই ইন্দ্রজিৎ মল্লিক।
-আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)