ডুমুরিয়ায় বেতন স্কেল বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখাসহ ছয় দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে প্রানীসম্পদ কর্মকর্তা ও কমিটির সভাপতি ডাঃ শংকর প্রসাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যদেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডাঃ দীন মোহাম্মদ খোকা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রনয় মিশ্র, মৎস্য অফিসার সরোজ কুমার মিস্ত্রী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, ভেটেনারী সার্জন পলাশ কুমার দাস, ডাঃ সাকিব হোসেন, সমবায় অফিসার সৈয়দ জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা মোছাঃ আতিকুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধুসুদন, নিখিল চন্দ্র সাহা, মোঃ সাইফুল ইসলাম, চঞ্চল কুমার মন্ডল, মোঃ মফিজুর রহমান, মোঃ মুজিবুর রহমান ও শেখ হারুন অর রশিদ প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(9)