দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নূর উদ্দিন আল মাসুদ।
সভায় অতিথির বক্তব্যদেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আব্দুর হাদি, এ্যাডভোকেট রবিন্দ্রনাথ মন্ডল, অধ্যাক্ষ নুর উদ্দিন আল মাসুদ, শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, সরদার আব্দুল ছালেহ, আবু সাইদ সরদার, শেখ নাজিবুর রহমান, কাজী ইমদাদ হোসেন, আবু বক্কার খান, শেখ রবিউল ইসলাম, হেফজুর রহমান, চেয়ারম্যান মোস্তফা সরোয়ারা, সরদার আব্দুল গনি, নারায়ন চন্দ্র মল্লিক, জি, এম ফারুক হোসেন, প্রভাষক আমিনুর রহমান, কে, এম হযরত আলী, রতন কুন্ডু, শিলা রাণী মন্ডল, তহবিনা বেগম, লাখী রহমান, সেলিম আবেদ, গাজী মো: রকিব, গোপার চন্দ্র দেব, কাজী আলমঙ্গীর, সুরঞ্জিত বৈধ্য, আবু হাছান, ইকবাল হোসেন, কাজী মেহেদী হাসান রাজা ও সরদার কবিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ নিরাপরাধ জনগণকে পুড়িয়ে হত্যা করায় হুকুমের আশামি হিসাবে খালেদা জিয়ার বিচার দাবী জানান।
এর আগে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(8)