ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলার ৩ জন অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান জুয়েল, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা সাব-রেজিষ্ট্রার শাহিদুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মো: মনির হোসেন, আইসিটি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শিশু দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রীনা মজুমদার, বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, ব্যবস্হাপক সোনালী ব্যাংক লি: ডুমুরিয়া শাখা মোঃ রুহুল্লাহ আমিন, খুলনা পল্লী বিদুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল মতিন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস প্রমুখ। বিদায়ী সংবর্ধিত কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য সহকারী কমিশনার(ভূমি) মো. মামুনুর রশীদকে সিনিয়র কমিশনার হিসেবে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, উপজেলা কৃষি কর্মকতা মো: মোসাদ্দেক হোসেন কৃষিকে দপ্তর খুলনার উপ-পরিচারক (শয্য) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে সম্প্রতি বদলী করা হয়েছে।
(5)