ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের(রেজি: নং১৬৫০) এক বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে ইট ভাটা শ্রমিকদের সর্ব সম্মত সিদ্ধান্তে গাজী মোস্তফা কে সভাপতি হিসেবে পূন:নির্বাচিত এবং মোঃ শহীদ গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ঠ এ কমিটি নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ইট ভাটায় কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরী,শ্রমিকদের নিরাপত্তাসহ শ্রম আইন অনুযায়ী গঠিত ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিকদের এক বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা আহ্বান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মোস্তফা ।সভায় সর্ব সম্মত সিদ্ধান্তে (২০২১-২০২২) মেয়াদে ৪ সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা পরিষদসহ ১৭ সদস্য বিশিষ্ঠ কার্য নির্বাহী কামিটি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যানরা হলেন সহ-সভাপতি হিসেবে জি,এম সাইকুল ইসলাম ও মোঃ এনামুল শেখ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রহমতুল্লাহ শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ গোলাম রসুল, কার্য নির্বাহী সদস্য পদে রাজ্জাক খান, রেজাউল গাজী, শহিদুল ইসলাম, ফরহাদ মুন্সি, হাসান শেখ, সাইফুল ইসলাম খান, মুসা সরদার, সুমন সরদার, মহসিন সরদার, আজিজুল গাজী ও সরোয়ার সরদারকে নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মোঃ কালাম সরদার, মোঃ হাবিবুর জোয়ারদার, রেজাউল সরদার ও আলামিন সরদারকে মনোনিত করা হয়েছে।
(11)