ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ায় করোনা টিকা দান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নিজে টিকা গ্রহনের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুফিয়ান রুস্তম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মেডিক্যাল অফিসার ডাঃ দীন মোহাম্মাদ খোকা প্রমূখ। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে প্রথম পর্যায়ে ২৩ হাজার ২০ ডোজ টিকা এসেছে। স্বাস্হ্য কমপ্লেক্সে ৩ টি বুথের মাধ্যমে নার্স ও মিডওয়াইফরা টিকা দান কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিদিন সাড়ে ৪ শ ব্যক্তিকে টিকা দেয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক সাংবাদিকসহ ১ হাজার ৪৩৭জন টিকা গ্রহনের জন্যে নিবন্ধিত হয়েছেন। প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক পনেরটি ক্যাটাগরির লোককে এই টিকা দেওয়া হবে।
এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই।
প্রথম ডোজ টিকা গ্রহনের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ তার প্রতিক্রিয়ায় জানান, তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষকসহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ যারা টিকা গ্রহনে উপযুক্ত তাদেরকে সকল গুজব ভীতি-সংশয়ের উর্ধ্বে থেকে টিকা গ্রহনের আহবান জানান।
(4)