ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুর শুক্রবার দিন ব্যাপী সাহস ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্ষন শেষে গজেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করেন। নামাজ বাদ তিনি মুসল্লিদের সাথে মতবিনিময়, মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন এবং অনুদান প্রদান করেন। তিনি মসজিদে ভবিষ্যতে আরো অনুদানের আশ্বাস প্রদান করেন। নামাজবাদ তিনি মুসল্লিদের সাথে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ আ: সামাদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক খান ইসমাইল হোসেন, জয়নাল শেখ, ফরিদ শেখ, সৈয়দ আলী সরদার, বাবুল শেখ, শরীফ শেখ, মাহাবুর শেখ, ইকরাম গাজী, মাসুদ মোল্যা, শাহাবুর শেখ, মাজেদ শেখ, আসাদুল সানা, মিজানুর রহমান সানা, মো: ইনসার আলী সানা, কফেল সানা, আলমগীর প্রমুখ।
-আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(4)