ডুমুরিয়া সংবাদদাতা: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ-ভারত সিমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত ও নির্যাতনের প্রতিবাদে কালো ব্যাজ ধারণ, কালো পোষাক পরিধান ও কালো পতাকা উত্তোলন দিবস কর্মসূচী পালন উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যেগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন।
সভায় বক্তব্যদেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, যুবনেতা মোল্যা মশিউর রহমান, শেখ মাহাবুর রহমান, শফিকুল ইসলাম খান, মাস্টার আইয়ুব আহম্মেদ, সেলিম হালদার, আঃ ছালাম সরদার, পারভেজ গাজী, আবরার হোসেন সৈকত, রিপন সরদার, সরোয়ার মোড়ল, এনামুল হোসেন, রেজাউল গাজী, মনিরুল শেখ, শাহাদাৎ হোসেন, এনামুল মল্লিক, হালিম খান, হাকিম শেখ, রহমান মোল্যা, শাহিনুর ফকির, আরিফ, সহিদুল, ইমন হোসেন, আশিক, আজিজ, উসমান, হাফিজুর, জমির ফকির, লাভলু, ইয়াসিন, রতন, ইউনুছ, রায়হান, জব্বার, আকাশ, আনিস শেখ ও রিপন হালদার প্রমূখ।
(3)