ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা সমীর দে গোরা ও মাগুরখালী ইউনিয়ন যুবলীগ নেতা মাইকেল রায়ের বিরুদ্ধে ইরানী পারভীন নামের এক নারী কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও যড়যন্ত্র মূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
এরা হলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ম আহবায়ক এ্যাড. আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, মোল্ল্যা জাহিদুল ইসলাম, শেখ দেলোয়ার হোসেন, বিকাশ মন্ডল, কামরুল ইসলাম, প্রভাষক মেহেদী মাসুদ, জাকির হোসেন মিল্টন, আবু দাউদ মোড়ল, খান রবিউল ইসলাম আন্টু, দিলিপ মন্ডল, রাজিউল বারী সৈকত, মির্জা সোলাইমান, ব্রজেন সরকার, জাকির হোসেন মিল্টন, মাসুদ রানা, বিশ্ব নাথ দে, প্রসূন বিশ্বাস, ইমরান হোসেন বাবু, মোল্যা জহুরুল ইসলাম, তুষার কান্তি আ: হামিদ সরকার, আরজান সানা, তৌহিদুজ্জামান রাতুল, ইকতারুল ইসলাম, বিপুল মন্ডল, হাবিবুর রহমান মহলদার, আলামিন খান, মৃদুল জোদ্দার, আমির হামজা, ইকবাল হোসেন ছালাম, রফিকুল ইসলাম, আ: ছালাম, তৈয়েবুর রহমান, সঞ্জয মন্ডল, আতিয়ার রহমান সরদার, মঞ্জুরুল মোড়ল, সিরাজুল ইসলাম, আ: হালিম রাজু, নাজিম উদ্দিন, শরীফুজ্জামান শরিফ, মোল্যা মাসুদ রানা, শেখ আছাদুজ্জান মিন্টু, প্রমুখ।
নেতৃবৃন্দ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
(143)