খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে দুপুরে মানব বন্ধন কর্মসুচীর আয়োজন করা হয়। কর্মসুচী চলাকালে বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ডুমুরিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণপদ গোলদারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ডুমুরিয়া কলেজের প্রভাষক মোঃ মঞ্জুরুল আলম মুকুল তাঁর এক ছাত্রীকে ফ্রি প্রাইভেট পড়ানো, পরীক্ষায় সুযোগ সুবিধার ব্যবস্থাসহ নানা ধরনের প্রলোভন দেখিয়ে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন। মুঠোফোনেও তাকে হয়রানী করতেন ওই প্রভাষক। এক পর্যায়ে মেয়েটি কলেজে আসা বন্ধ করে দেয়। বিষয়টি জানাজানির পর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল হাসান ঘটনার সত্যতা পেয়ে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত প্রভাষক মোঃ মঞ্জুরুল হক মুকুলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে ওই শিক্ষককে এক সপ্তাহের মধ্যে কলেজ থেকে বহিস্কার এবং আইনে সোর্পদ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, রতন কুমার কুন্ডু, গোপাল চন্দ্র দে, প্রভাষক গোবিন্দ ঘোষ, গৌরপদ ঢালী, অভিতিৎ কুন্ডু টুটুল, প্রভাষ কুমার বর্ধন, প্রনব কান্তি সরদার, রবীন্দ্রনাথ তরফদার, অরিন্দম মল্লিক ও মৃন্ময় বাছাড়। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্যদেন ছাত্রলীগ নেতা কাজী মেহেদী হাসান রাজা, আশরাফুল আলম সেতু, শেখ মাসুদ রানা, গাজী সোহেল আহমেদ লিটন, শ্রমিক লীগ নেতা শেখ শওকত হোসেন, ইসমাইল হোসেন বিশ্বাস প্রমুখ।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(105)