ডুমুরিয়া বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর আলোঘর (লাইট হাউজ) প্রকল্পের আওতায় বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিট বটিয়াঘাটায় ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকারের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মি: রিচার্ড বিশ্বাস, এডুকেশন সুপার ভাইজার কারিতাস ডুমুরিয়া, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটার ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল। সভায় বক্তব্য রাখেন বটিয়াঘাটা ইউপি মেম্বর বিবেক বিশ্বাস, হিমাংশু সরকার, স্বপন কুমার গাইন, চিন্ময় মন্ডল, কিংকর রায়, খোকন মল্লিক, রবীন্দ্রনাথ বৈরাগী, বিজয় কৃষ্ণ মল্লিক, শিউলী মিস্ত্রী, শুলতা বালা, আরর্তী বৈরাগী, হাজরা কালী, স্টিফেন সরকার এডুকেশন সুপার ভাইজার কারিতাস, ডুমুরিয়া আলোঘর (লাইট হাউজ) প্রকল্প প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে ইউপি চেয়ারম্যান মহোদয় উপস্থিত ইউপি সদস্য ও অন্যান্য সদস্যদের করিতাসের আলোঘর (লাইট হাউজ) প্রকল্পের শিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করতে ও শিক্ষা কেন্দ্রের উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যথাযথ পরামর্শ ও সহযোগীতা প্রদানের জন্য আহবান করেন।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(0)