ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আটারো মাইল এলাকা থেকে ৫ জুয়াড়িসহ ৬ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীদের বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে থানার আঠারো মাইল বাজারের শাপলা ফিস নামক মৎস্য ডিপো হতে জুয়া খেলারত অবস্হায় এলাকার চিহ্নিত জুয়াড়ি হোগলা ডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম শেখ, পলাশ শেখ, বেতাগ্রাম এলাকার হাফিজুর রহমান, মাগুরাঘোনা গ্রামের গফফার শেখ এবং সাতক্ষীরা জেলার তালা থানার জেয়ালা-নলতা গ্রামের ক্ষিতীশ চন্দ্র ঘোষকে জুয়ার সরঞ্জাম হিসেবে তাস এবং নগত ৫ হাজার ৪০০ টাকাসহ তাদের আটক করা হয়।
এছাড়া থানার নিয়মিত মামলার আসামী উলা গ্রামের আব্দুল গফফার মোল্যাকে গ্রেপ্তার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
(3)