ডুমুরিয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটি পেসক্লাবের গঠণতন্ত্র পরিপন্থি হওয়ায় কমিটির কার্যক্রমের উপর অর্ন্তবর্তিকালিন নিষেধাজ্ঞা জারি করেছেন বিজ্ঞ আদালত। বিগত কমিটির অর্থসম্পাদক ও প্রেসক্লাবের সদস্য শেখ ইলিয়াস হুমাইন গত ২১ এপ্রিল ডুমুরিয়া সহকারী জজ আদালতে র্কার্যকরী কমিটি অবৈধভাবে গঠণতন্ত্র পরিপন্থিভাবে গঠিত হয়েছে বলে দাবি কওে মামলা দায়ের করেন। আদালত এই দাবি আমলে নিয়ে পরবর্তি কোন আদেশ না দেয়া পর্যন্ত কমিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেন।
ডুমুরিয়া সহকারী জজ আদালতে দায়ের করা দেওয়ানী ১০১/২০১৫ মামলার সূত্রে জানা যায়, বিজ্ঞ বিচারক তার দেয়া আদেশে বলেছেন, বাদীর নিষেধাজ্ঞার দরখাস্ত দোতরফা সূত্রে শুনানিঅন্তে মঞ্জুর করা হল। পরবর্তীতে ভিন্নরূপ কোন আদেশ না দেয়া পর্যন্ত ১-১১ নম্বও বিবাদীদেরকে ইংরেজী ১৫/০২/২০১৫ তারিখে বেআইনী কমিটির মাধ্যমে কোন প্রকার কার্যক্রম না করতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করা হল।
এামলায় যাদেরকে বিবাদী করা হূেয়ছে তারা হলেন, কাজী আব্দুল্লাহ, শেখ মাহতাপ হোসেন, জাহাঙ্গীর আলম শেখ, মাহবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, আজিজুর রহমান খান, সুজিত মল্লিক, সাব্বির খান ডালিম, এম এ এরশাদ, মো: ফিরোজ খান ও অরুন দেবনাথ।
এামলার বাদী আরজিতে উল্লেখ করেছেন, ডুমুরিয়া প্রেসক্লাবের গঠণতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য পদ প্রত্যাহার করে খুলনা প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। তিনি পরে ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণ না কওে এমনকি খুলনা প্রেসক্লাবের সদস্যপদ থেকে পদত্যাগ করেননি। খুলনায় কর্মরত সাংবাদিক না হওয়ায় খুলনা প্রেসক্লাবের সদস্যপদ খারিজ করার আবেদন করা হয়েছে।
-মোঃ আব্দূল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(7)